গত ১০ বছর ধরে উত্তর ময়মনসিংহ জেলাসহ বৃহত্তর ময়মনসিংহের আরো ৩ জেলাবাসীর দাবি ছিল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ সেতুর উত্তর অংশের ময়লার ভাগাড়টির অপসারণ অথবা এটিকে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা। কারণ প্রতিদিন এ পথ দিয়ে যাতায়াতকারী লাখো মানুষ এ ময়লার স্থানটুকু পার হতেন উৎকট দুর্গন্ধে সয়ে। অনেকে বমি করে দিতেন। অনেকে নাক চেপে চোখ বন্ধ করে পথের এ অংশটুকু পার হতেন। ময়মলার এ ভাগাড়ের স্থানটুকু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দিনই নানা রকম কটু মন্তব্য আসতো।
তবে সেই দুঃসহ অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। উদ্যোগ নেওয়া হয়েছে এ স্থানটির বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার। গত কয়েক মাস ধরে নিরলসভাবে এখানে কাজ করে চলেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়মিতভাবে তদারকি করে গেছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। সব মিলিয়ে এ জায়গাটির যে ভয়াবহ নোংরা দৃশ্য ছিল তা এখন অনেকটাই দূর হয়েছে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বর্ষার আগেই তারা এ জায়গাটির নোংরা দৃশ্য পুরোপুরি দূর করে ফেলবেন। ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, এ জায়গাটি নিয়ে তারা সব সময় বিব্রতকর অবস্থায় ছিলেন। নানান জনে নানান কথা বলতো। শেষ পর্যন্ত তারা সমস্যাটির সমাধান করতে পেরেছেন।
তিনি বলেন, শুধু এ স্থানটিকেই নয় পুরো ময়মনসিংহ নগরীর নোংরা দৃশ্যকে তারা দূর করার জন্য কাজ করছেন। অতি দ্রুতই নগরবাসী এর সুফল পাবেন।
Leave a Reply