জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭ আগস্ট প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ৭ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের সাথে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে বিভিন্ন বিভাগের ছাত্ররা বিভাগ ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিবৃতি প্রদান করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী তীব্র আন্দোলন ছাত্ররাজনীতি বন্ধসহ বিভিন্ন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে পরিচালিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদেও পরিবর্তন আনা হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্তে পৌঁছায়।
Leave a Reply