রাজাপুর প্রতিনিধি :ঝালকাঠি রাজাপুরে বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে রাজাপুর বাইপাস মোড়ে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখা।
উপজেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কাইউম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী ইব্রাহিম আল হাদী এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদের তাওহীদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.আমিনুল ইসলাম, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সাবেক সভাপতি মুহাম্মাদ জাকারিয়া আদনান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজ বিন আব্দুর রাজ্জাক, উপজেলা সহ সভাপতি মুহাম্মাদ ইসহাক বিন আব্দুল আউয়াল প্রমুখ নেতৃবৃন্দ। এসময় উপজেলার ইউনিয়ন ও ওর্য়াড থেকে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Leave a Reply