জানা গেছে,চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ঘুমের ট্যাবলেট খাইয়ে গলা টিপে সাইম নামে এক শিশুকে হত্যা করেছে সৎ বাবা।ঘটনার ৬ দিন পর পুলিশের তদন্তে উদঘাটন হয় সেই হত্যার রহস্য।সন্তান হারিয়ে ছেলের শোকে কেঁদে কেঁদে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। স্বামীর বিরুদ্ধে সন্তান হত্যার বিচার চান স্ত্রী তানিয়া বেগম।
শিশুটির মা তানিয়া বলেন, আমি ওর বিচার চাই। ও আজকে আমার বাচ্চা মারছে, কালকে আরেকজনের বাচ্চা মারবে। কখনো ভাবেননি সৎ বাবার হাতে খুন হতে হবে ফুটফুটে ছোট্ট শিশু সাইমকে।সিএমপি উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, শিশুটি প্রায়ই কান্নাকাটি করতো, তাই বর্তমান বাবা এটি সহ্য করতে পারতেন না। সহ্য করতে পারত না বলে তাকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন চালতো বলে আমরা জানতে পেরেছি।
Leave a Reply