মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়ের হুগলিয়া বাজার সংলগ্ন উদনার ব্রিজের নিচে অজ্ঞাত এক তরুনীর লাশ পাওয়া গেছে। তরুণীর গলা এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তরণীর বয়স আনুমানিক ২৪/২৫ বছর হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ই মে) সকাল ৯:০০ ঘটিকায় উপজেলার উদনার ব্রিজের নিচে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে তাৎকনিক শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন এবং সাথে সাথে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ হুমায়ূন কবির ও এস আই মোহাম্মদ আসাদুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক ঘটনাস্থলে আসেন।এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জনাব জাহিদুল ইসলাম জাহিদ বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসি এবং শ্রীমঙ্গল থানায় কল দিয়ে বিস্তারিত বলি। অজ্ঞাত তরুনীর পরিচয় আমরা সনাক্ত করতে পারিনি।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এস আই মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply