শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:সিলেট বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে শিক্ষা ও জাতীয় সমাবেশ -২০২১ এর স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
সিলেট বিভাগে আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে ৪১তম জাতীয় সমাবেশ ২০২১ সম্মননা সনদ ও স্বর্ণপদক তুলে দেন আনসার ভিডিপি সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: রফিকুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন, এস এম এনাম, মিসেস রেঞ্জ কমান্ডার আনসার ও ভিডিপি কর্মকর্তা সিলেট বিভাগের রেঞ্জের রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম,সিলেট জেলার সার্কেল অ্যাডজুটেন্ট , সাজনিন তাসনিম ইসলাম,সাদিয়া সাদিয়া রাইসা, কোম্পানি কমান্ডার জালাল উদ্দিন ৫নং ওয়ার্ড দলনেতা ও বিশিষ্ট নার্সারির উদ্যোক্তা আলামিন
বিভাগীয় বিভিন্ন আইন শৃঙ্খলায় সাহসিকতার সহিত দায়িত্ব পালনে উপজেলা কোম্পানি কমান্ডার জালাল উদ্দিনকে সহায়তা, সরকারের আর্থসামাজিক উন্নয়নের সহায়তা, সরকারি প্রতিষ্ঠানের সহায়তা, ভিডিপি সাহসিকতার সহিত দায়িত্ব পালন, ২০১৮ সাল থেকে গ্রাম উন্নয়ন দায়িত্ব পালন সহ বিভিন্ন কাজের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ স্বর্ণ পদক প্রদান করা হয়।
মোঃ আল আমিন ১৯৯৫ সালে শ্রীমঙ্গল উপজেলা শ্যামলী আবাসিক এলাকায় তাঁর জন্ম, তাঁর পিতার নাম মোঃ বিল্লাল সিকদার,আল-আমিন পড়ালেখার পাসাপাসি ২০০১ সাল থেকে সে তাঁর বাবার সাথে নার্সারীর পেশায় কাজ করে ১ থেকে ৫ টি নার্সারি গড়ে তুলে। এ নার্সারির নাম হলো জননী নার্সারি, এই নার্সারি থেকে চারা নিয়ে যায় বঙ্গবন্ধু সাফারি পার্ক, আনসার ভিডিপি, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, সুন্দরবন শরণখোলা বরিশাল, পিরোজপুর বন বিভাগ, শ্রীমঙ্গল কৃষি অফিস অন্যান্য নার্সারি মালিক সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নার্সারি থেকে চারা সংগ্রহ করে থাকেন । এছাড়া ও এ নার্সারী কাঠ ফুল ও ঔষধি গাছের বীজ সরবরাহ করে সরবরাহকৃত বীজ বন ভিবাগ ও অন্যান্য নার্সারি মালিক সহ বিজের দোখানদাররা পাইকারী মুল্য বীজ ক্রয় করে নিয়ে যায় এই নার্সারি ২০০১ সাল থেকে উপজেলায় ও জেলায় বৃক্ষমেলায় অংশগ্রহণে একাদীক বার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন, ২০১৮ সালে সিলেট বিভাগে নার্সারি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে বন বিভাগ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার অর্জন লাভ করেন, এছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন মহল থেকে সম্মাননা স্মারক অর্জন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্র্যান্ডিংয়ে তিনি নিজ পেশায় সম্পর্ক থেকে নিরলসভাবে স্বীকৃতি স্বরূপ তাকে বাহিনীর পক্ষ থেকে স্বর্ণ প্রদান করা হয়। স্বর্ণপদক প্রাপ্ত উপজেলা শ্রীমঙ্গল পৌর ৫ নং ওয়ার্ড ভিডিপি দলনেতা মোঃ আল- আমিন তার প্রতিক্রিয়ায় জানান সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় এ পুরস্কার অর্জন করেছি। সেজন্য আমি আভি কর্মকর্তার সকলের নিকট দোয়া প্রার্থী। সেজন্য আমি বাংলাদেশ আনসারের মহাপরিচালক, বিভাগীয় রেঞ্জ পরিচালক, জেলা আনসার কমান্ড্যান্ট , উপজেলা নিকট চিরকৃতজ্ঞ।
Leave a Reply