1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

সংস্কারের বিপরীতে রহস্যজনক বদলী: এক চিঠিতে ৫২ রদবদল ফায়ার সার্ভিসে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

রহস্যজনক বদলী, আওয়ামী দোসরদের ক্ষতিপূরণে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিবেদন বাণিজ্য, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক: সংস্কারের বিপরীতে রহস্যজনক রদবদল হয়েছে ফায়ার সার্ভিস অধিদপ্তরে। এক চিঠিতে ৫২ জন স্টেশন অফিসারের বদলি নিয়ে সমালোচনা ও সন্দেহের দানা বেঁধেছে সর্বমহলে। অধিদপ্তরে গুরুত্বপূর্ণ চেয়ার এ বহাল থাকা স্বৈরাচারের দোসরদের সঙ্গে জুটি বেঁধে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন মহাপরিচালক। এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই একজনকে বদলি প্রক্রিয়া শুরু করলেও সেই বদলির বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কোন প্রকার সম্মতি অথবা প্রস্তাবনা ছিলনা।

অথচ খোদ মহাপরিচালকের চারপাশে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত কর্মকর্তারা লেপটে রয়েছেন। দেশের চলমান সংস্কারের ধারাবাহিকতায় ডিজি নিজের পদে আসীন হয়েছেন কিন্তু অধিদপ্তরের ঊর্ধ্ব জন কর্মকর্তাদের রদবদল করে প্রশাসনে নতুনত্ব আনতে তার অনীহা ব্যাপক সমালোচনার জন্ম দিলেও কিছু আসে যায় না তার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ সরকারের একটি অন্যতম সেবা ধর্মী প্রতিষ্ঠান। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটি অত্যন্ত আস্থা ও নিষ্ঠার সাথে বিভিন্ন অপারেশন কর্মকান্ড পরিচালনা করে আসছে কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছেন। এর অন্যতম কারণ হলো আওয়ামী সরকারের প্রেতাত্মারা বহাল তবিয়তে রয়েছেন যে যার মত।

উল্লেখ করার মতো সচিবালয়ের ফায়ার অন্যতম। এছাড়াও শেখ হাসিনা পালানোর আগেও পরবর্তী সময়ে ছাত্র জনতার কোনো অভ্যুত নেই বিক্ষুব্ধ জনতার রোশনালে আওয়ামীদের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর প্রতিবেদন দেয়ার নামে কোটি কোটি টাকার বাণিজ্য চলমান বলেও নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসে বিএনপি-জামায়াত মতাদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অফিসার সংবাদমাধ্যমকে জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও এখন পর্যন্ত কোন ডিডি অথবা ডিরেক্টর বদলি হননি অথচ তাদের পরামর্শেই জুনিয়র অফিসারদের বদলি করা হচ্ছে।
তারা মনে করেন, আওয়ামী লীগ দোসরদের এজেন্ডা বাস্তবায়ন এবং অপারেশন কর্মকান্ডকে সচিবালার অগ্নিকাণ্ডের মতো ভেস্তে দেয়ার লক্ষ্যে ৬ জানুয়ারি ২০২৫ একটি চিঠিতে একত্রে ৫২ জন স্টেশন অফিসারকে বদলি করা হয়েছে । যা ফায়ার সার্ভিসের ইতিহাসে এই প্রথম।

সূত্র আরও জানায়, এই বদলি বাণিজ্যে প্রায় কোটি টাকার লেনদেন হয়েছে। গত ৫ জানুয়ারি বর্তমান মহাপরিচালক একটি জরুরী দরকার ডাকেন এবং সেই দরবারেই তিনি ঘোষণা দেন খুব দ্রুত সকল অফিসারদের বদলি করা হবে। যেই কথা সেই কাজ পরের দিন ৫২ জন স্টেশন অফিসারের বদলি করা হয়েছে। ফায়ার সার্ভিসে জুনিয়র অফিসারদের মধ্যে এখন বদলি আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, তিনি এই ডিপার্টমেন্টের উন্নতির ম্যান্ডেট নিয়ে আসলেও বাস্তবে তার দেশ সমান কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। বদলির ভয়-ভীতি দেখিয়ে সব কর্মকর্তা কর্মচারীদের ভয়ের মধ্যে রেখে নিজের কাজ হাসিল করার পাঁয়তারা চলছে । আর এই কর্মকান্ডে পরামর্শে দেয়া সকলেই আওয়ামী লীগের দোসর ও বিগতদিনে লুটপাটকারী অসংখ্য অভিযোগে অভিযুক্ত দুর্নীতিবাজ অসাধু কিছু কর্মকর্তা।

তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালক তার প্রথম দরবারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আবেদনের ভিত্তিতে বদলি, সকল কর্মকর্তা ও কর্মচারীরা ভেবেছিলেন বিগত দিনের আতংক কাটিয়ে এবার অন্তত ভালোভাবে চাকরি করতে পারব কিন্তু দ্বিতীয় দরবারেই তার উল্টো আসল চেহারা ফুটে ওঠে। পরের দিন একসাথে ৫২ জন অফিসারের বদলি।

এ ব্যাপারে ভুক্তভোগী কিছু স্টেশন অফিসারকে প্রশ্ন করা হলে তারা বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়কে অত্যন্ত ভালো মানুষ এবং সৎ মানুষ মনে হয়েছে কিন্তু ডিরেক্টর অপারেশন তাজুল ইসলাম সহ কিছু অফিসারের কুপরামর্শে তিনি সকল কর্মকান্ড পরিচালনা করেছেন।

বিস্তারিত থাকবে পরবর্তী পর্বে…..

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:৪৯
  • ১২:৪৬
  • ৪:৪৬
  • ৬:২৭
  • ৭:৪১
  • ৭:০১