পাবনা ডিবেট সোসাইটি আয়োজিত “পিডিএস বিতর্ক কথন” প্রথমে সপ্তম এপিসোডে আলোচক হিসেবে কথা বলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব একেএম শোয়েব ও লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর, পাবনা ডিবেট সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মঈন আলী কাদেরী।
যে তিনটি বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠানটি আলোচনা করা হয় সেগুলো হলো– সহশিক্ষায় বিতর্ক, বিতর্কের সাথে ব্যক্তিগত সম্পৃক্ততা ও বিতর্কের সেকাল ও একাল। আলোচনার মধ্য দিয়ে সহশিক্ষায় বিতর্ককে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়। এ বিষয়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান তার আলোচনায় বলেন, “জ্ঞানের বহুমাত্রিকতার একমাত্র মাধ্যম বিতর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে সহশিক্ষায় বিতর্ককে বাধ্যতামূলক করা একখন সময়ের দাবি।”
এসময় তিনি বিতর্ক অঙ্গনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সূচনা লগ্ন ও বিভিন্ন ভূমিকা তুলে ধরেন। এবং বিতর্ক আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে মফস্বল পর্যায়ের বিতর্ক ক্লাবগুলোকে শক্তিশালী করতে এনডিএফবিডি-র আন্তরিকতা থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম’র কাউন্সিলর, পাবনা ডিবেট সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মঈন আলী কাদেরী বলেন, “বিতর্ক জগতের অগ্রদূত আমরা যাদের বলি তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই বিতর্ক শিল্পকে সহশিক্ষার অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা সম্ভব। সেইসাথে শিক্ষাজীবনে আমরা যারা বিতর্ক করেছি এবং বর্তমানে দেশের উচ্চস্থানীয় পর্যায়ে অবস্থান করি তারা যদি আন্তরিক হন তাহলেই সম্ভব এ বিতর্ক শিল্পটাকে সহশিক্ষার অন্তর্ভুক্ত করা।”
আলোচনায় প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কিভাবে বিতর্কে আসা, বিচিত্র অভিজ্ঞতা, বিতরকের অতীত ও বর্তমানের বিভিন্ন স্মৃতি ও ধরন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
আলোচকবৃন্দ দুজনই পাবনা ডিবেট সোসাইটির প্রতি শুভকামনা জানান ও পারস্পরিক বন্ধুত্বের জায়গা নিশ্চিত করতে দুইটি সংগঠন একে অপরকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply