ময়মনসিংহ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর তারাকান্দায় বেতন পেল সেই অসহায় গ্রাম-পুলিশ।ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গ্রামপুলিশ দীনেশ রবিদাস অবশেষে বেতন পেয়েছেন। এব্যপারে সামাজিক যোগাযোগ ময়মনসিংহের তারাকান্দায় ৮ মাস ধরে বেতন বন্ধ গ্রাম পুলিশের’ মানবেতর জীবন-যাপন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাটি ভাইরাল হয় এবং টনক নড়ে প্রশাসনের। এতে তার বেতন পাওয়ার জন্য আর বেগ পেতে হয়নি।জানা যায়, তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস দীনেশ রবিদাসের বেতন বন্ধ করায় ৯ সদস্যের পরিবার নিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় খেয়ে না খেয়ে চলছিল তার সংসার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট মাস বেতন বন্ধ করার ফলে বারবার ইউএনওর কাছে গিয়েও প্রতিকার হয়নি। গ্রামপুলিশ তার অসহায়ত্বের কথা জানালে তার মানবেতর জীবন নিয়ে রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়।ফলে দীনেশ ৮ মাসের বেতন-ভাতা উত্তোলন করে। দীনেশ রবিদাস এব্যপারে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছোট চাকরি করলেও আমরা জুয়া, মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে পুলিশকে সহযোগিতা করি।
Leave a Reply