নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার ট্রাকের চাপায় বেদেনা আক্তার (৪৫) নামের এক নারী মারা গেছেন। তিনি উপজেলা সদর ইউনিয়নের খারছাইল গ্রামের মৃত লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকচালককে আটক করেছে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
Leave a Reply