সিঙ্গাপুর রেমিটেন্স যোদ্ধা ভাইদের সাথে মহান মে দিবস উৎযাপন করতে MWC এর আমন্ত্রণে তুয়াস ভিউ ডর্মোটরিতে আমাদের সবার প্রিয় শিল্পী কনক চাপা আগমন করেন।
এই জাতীয় চলচিত্র শিল্পীর গানে প্রেমে পরে নাই এমন লোক পাওয়া অনেক কষ্ট হবে।
বাংলাদেশের হাজারো শিল্পীদের চেয়ে কনক চাপা একদম ভিন্ন।
যেমন তার কন্ঠ তেমন তার গানের কথা এক কথায় মন ভুলানো মায়াবী কন্ঠ।
হাজার হাজার মানুষের সমাগম হয় এই কনসার্টে।
সিঙ্গাপুর এ প্রান্ত থেকে অপর প্রান্তের হাজার হাজার লোকজন চলে আসে। এই মায়াবী চাঁদ মুখখানীর মুখের মায়াবী শুরের গান শুনার জন্য।
সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে কনক চাপা কে অনেক অনেক অভিনন্দন।
আশা করছি ভবিষ্যতে এমনি ভাবে প্রবাসীদের ডাকে পাশে থাকবেন |
কনক চাপা তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক শিল্পী হিসাবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ।
কনক চাপার গান শুনে বাংলাদেশী সকল ভাই খুবই আনন্দিত।
শেখ রাসেল কিং ভাই বলেন, বাংলাদেশী ভাইদের জন্য এই রকম আয়োজন প্রতি মাসে এক বার করে করা উচিৎ।
আমরা অনেক পরিশ্রম করে থাকি। যখন শুনি আমাদের দেশের শিল্পী আসবে আমাদের সাথে দেখা করতে। আমাদের মনটা ভরে যায়।
Leave a Reply