ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বোরো জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র মারামারিতে আবুল হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত আবুল হোসেন উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামের জসীম উদ্দিনের পুত্র।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বেলা ১০টার দিকে তারুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল হোসেন ছিলেন সেচকল পরিচালনা কমিটির ব্যবস্থাপক। ওই সেচকলের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী বোরো মওসুমে সেচের পানি দেওয়া হয়।
বিগত মওসুমের সেচের পানির মূল্য পরিশোধ না করায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারুন্দিয়া গ্রামের মো. নুর উদ্দিনের জমিতে চলতি মওসুমে সেচের পানি দেওয়া হয়নি।
এরই প্রেক্ষিতে সকাল ১০ টার দিকে নুর উদ্দিনের পক্ষ হয়ে মমতাজ উদ্দিন মোন্তা কয়েকজনকে নিয়ে সেচের পানির একটি নালা খুলে দেয়। কিন্তু কমিটির অনুমতি ছাড়া ব্যবস্থাপক আবুল হোসেন পানি দিতে অস্বীকার করে করে। এ নিয়ে আবুল হোসেনের সাথে মমতাজের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
এক পর্যায়ে আবুল সেচপাম্প বন্ধ করতে গেলে মমতাজ তাঁকে ধাক্কা দিয়ে পানির নালায় ফেলে দেন। এ ঘটনায় আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর দুপুর একটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। এখনো নিহতের কেউ থানায় অভিযোগ দেয়নি।
Leave a Reply