ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য সেমি নিশ্চিত হলেও কে হবে তাদের প্রতিপক্ষ তা জানার জন্য ছিল অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষাও ফুরালো। জানা গেল সেমিতে প্রতিপক্ষ হিসেবে যে দলকে পেল মেসিরা।প্রথমবারই কোপা আমেরিকায় খেলতে নেমেছে কানাডা। অভিষেকেই দলটি ইতিহাসে নাম লিখিয়েছে। ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।আজ শনিবার (৬ জুলাই) টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় ছিল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই ম্যাচ সরাসরি পেনাল্টি শুটআউটে গড়িয়েছে। নির্ধারিত ৫টি শটেও ভাগ্য নির্ধারণ করা যাচ্ছিল না। তখনও স্কোর ছিল সমতায়। তার পর ভেনেজুয়েলার উইলকার অ্যাঙ্গেলের স্পটকিক ম্যাক্সিম ক্রিপু সেভ করলে কানাডার হয়ে উইনিং শট নিতে ভুল হয়নি ইমায়েল কোনের।
এদিন খেলার ১৩ মিনিটে জ্যাকব শাফেলবুর্গের গোলে এগিয়ে যায় কানাডা। বিররির পর ৬৪ মিনিটে সালমন রনডনের গোলে সমতায় ফেরে গ্রুপ পর্বে সেরা হয়ে সেমিতে আসা ভেনেজুয়েলা। কিন্তু টাইব্রেকারে আর ভাগ্য সহায় হয়নি দলটির। আগামী বুধবার (১০ জুলাই) প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়, মেটলাইফ স্টেডিয়ামে।
Leave a Reply