টলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম তুহিনা দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে অবলম্বনে অপর্ণা সেনের ছবি ঘরে বাইরে আজ ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন তিনি। তবে অভিনয় ছাড়াও মাঝেই মধ্যেই বেড়াতে বেরিয়ে যান। দেখে নেওয়া যাক বাস্তবে কেমন টলিপাড়ার এই দীর্ঘাঙ্গী অভিনেত্রী।
মেদিনীপুরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তুহিনা। তবে কাজের সূত্রে এখন কলকাতাই তাঁর বাসস্থান। বাড়ি থেকে যখন কলকাতা এসেছিলেন চিনতেন না কাউকে।
তবে অভিনয়ের কথা বলে বাড়ি থেকে কলকাতায় আসেননি তিনি। বলেছিলেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চান। অভিনয়ের কথা বললে বাড়ি থেকে অনুমতি পেতেন না। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন অভিনেত্রী।
মেদিনীপুর থেকে কলকাতায় এসে নিজেকে গড় নিয়েছেন তিনি। টলিউডে তিনি ডাস্কি লম্বা অভিনেত্রী হিসেবেই পরিচিত। কিন্তু প্রথম দিকে লুকের জন্যই কাজ পেতে সমস্যা হয়েছিল।
অরিন্দম শীলের ছবি আসছে আবার শবর থেকেই প্রথম নজরে আসেন তুহিনা। তার পরে ছোট পর্দায় বেশ কিছু কাজ করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দৃষ্টিকোণ এবং এক যে ছিল রাজা-তেও কাজ করেছেন।
আর এর পরেই অপর্ণা সেনের ছবিতে কাজ পান তিনি। অনির্বাণ ভট্টাচার্ণ ও যীশু সেনগুপ্তের সঙ্গে দেখা যায় তাঁকে। ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছিল। সম্প্রতি হইচইয়ের ওয়েবসিরিজ দময়ন্তীতে কাজ করেছেন অভিনেত্রী।
Leave a Reply