বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের উপর্যুপরি গুলিতে আবদুস শুক্কুর (৩০) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন।
নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।র্যাবের সোর্স সন্দেহে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
Leave a Reply