গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় শতাধিকের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিমানবাহিনীর পাশাপাশি বোমাহামলায় অংশ নিয়েছে ইসরাইলের নৌবাহিনী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।
হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, হামাসের রকেট উৎক্ষেপণের বেশ কয়েকটি স্থাপনা এবং দুটি অস্ত্র তৈরির কারাখানায় হামলা চালানো হয়। এ ছাড়া হামাসের কয়েকটি মাটির নিচের সুড়ঙ্গে হামলা চালানো হয়েছে। পাশাপাশি হামাসের কমান্ডদারদের বাড়িগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়।
ইসরাইল ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক টুইটে একটি ভিডিও আপলোড করে জানিয়েছে, হামাসের বিমান প্রতিরক্ষা কম্পাউন্ড ও রকেট উৎক্ষেপণের স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। আমরা ইসরাইলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে অভিযান অব্যাহত রাখব।
গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন।
এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Leave a Reply