হারিস ও আনিস আহমেদের বি’রু’দ্ধে উদ্দেশ্যমূলকভাবে ও অ’সৎ উদ্দেশ্যে তথ্য দিয়েছে আল জাজিরা। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ সোমবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট এভিয়েশন বেসিক কোর্স অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার ভাইদের নামে যে অ’পপ্র’চার চালানো হয়েছে খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধা’রা হবে। তিনি জানান, কেউ তার দণ্ড থেকে মু’ক্ত হলে একজন সাধারণ নাগরিকের মতোই বিবেচিত হবেন, ফলে তার ভাইদের ব্যাপারে আল জাজিরার তথ্য উদ্দেশ্যপূর্ণ ও বি”ভ্রা’ন্তিমূলক।
তিনি জানান, তিনি যখন মালয়েশিয়াতে ভ্রমণে যখন তার ভাইয়ের সাথে দেখা করেছিলেন তখন তার ভাই দণ্ড থেকে মু’ক্ত প্রা’প্ত হয়েছেন। তার ভাইয়ের মার্চ মাসে দ’ণ্ড মওকুফ হয়েছে আর তিনি এপ্রিল মাসে তার সাথে দেখা করেছেন। ফলে তার সাথে দেখা করাটা কোন দ’ণ্ডপ্রা”প্ত আসা’মির সাথে দেখা করার ব্যাখ্যা দেয়াটা উদ্দেশ্যপূর্ণ। এ ব্যাপারে আলজাজিরা যে তথ্য দিয়েছে সম্পূর্ণ অ’সৎ উদ্দেশ্যে দেয়া।
তিনি আরও বলেন, তিনি যখন সেনাপ্রধান হিসেবে সফর করেন তখন তিনি অফিসিয়ার নি’রাপ’ত্তা প্র’টো’কল ব্যবহার করেন কিন্তু ব্যক্তিগত সফরে তিনি কোন ধরনের প্র’টোকল ব্যবহার করেন না। ফলে সে দুর্বলতার সুযোগ নিয়ে যারা ব্যক্তিগত ফুটেজ সংগ্রহ করেছে তারা অ’সৎ উদ্দেশ্যেই এমনটা করেছে।
তিনি বলেন, সেনাপ্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ প্রদান করেছেন ফলে সেনাপ্রধানের হে’য় প্র’তিপ’ন্ন করা মানে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আমি আমার দায়িত্বের ব্যাপারে, আমার কারণে সরকার ও সেনাবাহিনীর ভাবমূ’র্তি যাতে ক্ষ্মু’ণ্ন না হয় সে ব্যাপারে আমি সম্পূর্ণ সচে’তন। তিনি আরও বলেন, এইসব অ’পপ্রচারের বি’রু’দ্ধে সেনাবাহিনীর হয়তো কোন ব্যবস্থা নেয়ার নেই। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।
Leave a Reply