1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

গৌরীপুরের সহনাটী ইউপি নির্বাচনে জনমত জরিপে এগিয়ে-দুলাল আহমেদ

সম্পাদকীয় মেইল বক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ফাস্টবিডিনিউজের সম্পাদকীয় মেইল বক্সের অনুসন্ধানী রিপোর্টঃ

৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদ একটি জনবহুল ইউনিয়ন । ইউনিয়নটি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অন্তর্গত । জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার পূর্বে এবং গৌরীপুর থানা থেকে ১১ কিলোমিটার দক্ষিনে ইউনিয়নটির অবস্থান । সহনাটি ইউনিয়নে গ্রামের সংখ্যা ৩২ টি । এই ইউনিয়নে শিক্ষার হার ৬০% এবং ৪০% লোকজন জন কৃষি কাজ ও অন্যান্য কাজের উপর নির্ভরশীল । এর ১০% সনাতন ধর্ম ও ৯০% জনসংখ্যা মুসলিম । মোট কথায় সহনাটি ইউনিয়ন একটি সুন্দর সুশৃঙ্খল ইউনিয়ন ।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটাদের মধ্যে ভোট ও নির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা ও খোশগল্প। প্রার্থীদের দৌড়ঝাপের পাশাপাশি ভোটের মাঠও গরম হতে শুরু করেছে। চায়ের দোকান, দলবদ্ধ হয়ে হাঁটার সময় অথবা প্রিয় বা কাছের মানুষের সাথে আলোচনায় থাকছে নির্বাচনের আলোচনা। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কা ও প্রচারণা।

বিগত সপ্তাহ জুড়ে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে উঠে আসে এমন চিত্র। এই মতামত জরিপ করা হয়েছে মূলত: প্রকাশ্য প্রচারণারত পার্থীদের নিয়ে। এই নির্বাচনে লড়াইয়ের আঁচ করছেন ভোটাররা।

ফাস্টবিডিনিউজের অনুসন্ধানী তথ্যে নারী-পুরুষ ভোটার, নতুন ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হয়। এই জরিপে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নেয়ার সময় তাদের রাজনৈতিক পরিচিতি-বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস এবং আর্থিক মানদন্ডে বাছবিচার করা হয়নি। ইউনিয়নের ভোটারের অলিখিত মতামতেই এই চিত্র উঠে আসে।

ফাস্টবিডিনিউজ’র ইউনিয়ন জরিপে মোট ৪৭% শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে আছেন, (স্বতন্ত্র প্রার্থী) সাবেক সফল চেয়ারম্যান দুলাল আহমেদ। তিনি এলাকায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্বেচ্ছসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখে চলেছেন। পাশাপাশি আধুনিক, দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ইউনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের আস্থার প্রতিক হিসাবে হয়ে উঠেছেন।

ফাস্টবিডিনিউজ’র জরিপে মোট ৩১% শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে সালাহ্ উদ্দিন কাদের রুবেল(নৌকা প্রতিক) ইউনিয়নের ভোটাদের সাথে আলাপ কালে জানা যায় এবারে নির্বাচনে নতুন মুখের বিষয়ে ভাবছেন তারা।

ফাস্টবিডিনিউজ’র ইউনিয়ন জরিপে মোট ১৪% শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন জনাব

আব্দুল মান্নান ( বিদ্রোহী প্রার্থী)।

ফাস্টবিডিনিউজ’র ইউনিয়ন জরিপে মোট ৪% শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন জনাব মোশারফ হোসেন সরকার।

এছাড়াও অন্যান্য প্রার্থীরাও আশায় বুক বেধে নির্বাচনী মাঠে কাজ করছেন পাশের আশায়।

( ফাস্টবিডিনিউজ এর ধারা পরিচালিত ৯ টি ওয়ার্ডে মতামত)

ফাস্টবিডিনিউজ ডট কম / সম্পাদকীয় মেইল বক্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৭
  • ১২:৩১
  • ৫:০০
  • ৬:৫৬
  • ৮:১৩
  • ৬:০৩