কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
দুষ্টামির ছলে আইলাভ ইউ বলায় পটুয়াখালীর কলাপাড়ায় দুই জেলেকে ছুড়িকাঘাতে আহত করার অভিযোগে জালাল ফকির (৪৫) নামের এক জেলেকে আটক করেছে পুলিশ। রবিববার রাত ৮ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে জেলে ছালামের পেটে ছুড়িকাঘাত করে। গুরুতর আবস্থায় তাকে স্থানীয়রা রাতেই উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে প্রথমিক চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। এসময় আহত অপর জেলে সোহেলকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃত জালাল ফকির পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নেরনলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে। এছাড়া আহত দুই জেলের বাড়ি বাবলতলা এলাকায়। পুলিশ জানায়, আহত জেলে এবং আটককৃত জেলে উভয় পক্ষই বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পাশাপাশি ট্রলারে অবস্থানরত ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান জালালকে দুষ্টামির ছলে আইলাভ ইউ বলে। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ওই ট্রলারে মাটির চারা (ইলিশের জালে ব্যবহৃত) নিক্ষেপ করে। পরে ঘটনার উভয়পক্ষ বাবলাতলা বাজারে গেলে সেখানে ফের এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায় ছালামের পেটে ছুড়িকাঘাত করে। এসময় ছালামকে বাঁচাতে গিয়ে সোহেলও আহত হয়। পরে স্থানীরা জালালকে গনধোলাই দিয়ে ছুড়িসহ আটক করে পুলিশে খবর দেয়।কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে জালালকে রাতেই আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply