ময়মনসিংহ প্রতিনিধি:
চলমান কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশে চলছে বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুলাই) বেলা ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভে ব্যানার পোস্টার হাতে শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাঙলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দেশটা নয় পাকিস্তান, ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারিও প্রদান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এই বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। কোনো মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ৮০ পেয়েও চাকরি পাবে না, আর কোটাধারীরা সহজেই চাকরি পাবে, এই বৈষম্য সংবিধান পরিপন্থি।
শিক্ষার্থীরা আরও বলেন, কোটা পদ্ধতি চালু থাকলে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গা অমেধাবীদের দখলে চলে যাবে, বেড়ে যাবে দুর্নীতি। দেশ স্বাধীন হয়েছে বৈষম্য রোধ করতে কিন্তু কোটা পদ্ধতি সেই বৈষম্য সৃষ্টি করছে। আমরা এই বৈষম্য বন্ধের আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাশ করে কোঠা ব্যবস্থা বাতিল করা না হবে। ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
ওসি কামাল হোসেন বলেন, শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় রাস্তায় দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কোন প্রকার অপ্রীতিক ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
।
Leave a Reply