ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরকে (১৬) বলাৎকারের অভিযোগে আব্দুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
আব্দুর রহিম উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুর রহিমকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাছিনুর রহমার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, আব্দুর রহিম ওই কিশোরকে খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ওই কিশোর প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
বিষয়টি ওই কিশোর তার পরিবারকে জানায়। জানানোর পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তবে, ওই কিশোরের বাবা থানায় গিয়ে মামলা করেন।
ওসি মোস্তাছিনুর রহমার আরও বলেন, আসামী এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, আসামী ধরতে অভিযান চলছে।
Leave a Reply