যুক্তরাষ্ট্রে পাচার করেন নসরুল হামিদ।
দুদকের মামলা প্রস্তুতির মধ্যে রয়েছেন যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু’টি মামলা হতে পারে। এ ছাড়া স্ত্রী-সন্তানদের বিরুদ্ধেও পৃথক একটি মামলা হতে পারে চলতি সপ্তাহে। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এই এমপি প্রার্থী হওয়ার সময়ই হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন। স্বপন ও তার নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্প থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি অর্থ পাচারের অভিযোগটিও খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধান দল।
শিগগিরই মামলা হওয়ার তালিকায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের নাম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ও শেয়ারবাজার কারসাজির অভিযোগে মামলার আসামি হতে পারেন তার স্ত্রী কাশমেরী কামাল এবং নাফিসা কামালও। দুদক সূত্রে জানা যায়, লোটাস কামাল নিজ নামে ঢাকার জোয়ার সাহারা, বাড্ডা এবং কুমিল্লায় জমি ক্রয়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ জমা, শেয়ারে বিনিয়োগ এবং সঞ্চয়পত্রে ২০ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ২০৬ টাকা বিনিয়োগ করেছেন। লোটাস কামাল প্রপার্টিজ, অরবিটাল এন্টারপ্রাইজসহ বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ, তার স্ত্রী কাশমেরী কামালের নামে কুমিল্লা, গুলশান ও বাড্ডাসহ বিভিন্ন জায়গায় জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, শেয়ারে বিনিয়োগ এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ৩৮ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার ৫০৬ টাকা। মোস্তফা কামাল ও তার স্ত্রী কাশমেরী কামালের নামে ১১১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাছাড়া এসব সম্পদের বাইরেও তার দেশে-বিদেশে শত শত কোটি টাকার সম্পদ রয়েছে বলেও জানিয়েছে অনুসন্ধান দল।
এদিকে কমিশন গঠন হওয়ার পর প্রথম দিনেই ছয়টি মামলা করে দুদক। এ ছাড়া গত রোববার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে নাম আসা আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। পাশাপাশি গত মঙ্গল ও বুধবার দুই দিনে ছয়টি মামলা করা হয়। এসব মামলার আসামির মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুর রহমান চৌধুরী নওফেল, ডিবি’র সাবেক প্রধান হারুন অর রশিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। এ ছাড়াও রয়েছেন ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মানবজমিনকে বলেন, মামলা একটি নিয়মিত কাজের প্রক্রিয়া। অনুসন্ধান শেষে তা যাচাই-বাছাই করে কমিশন অনুমোদন দিলেই মামলা দায়ের করা হয়। এ সপ্তাহে মোট কতোটি মামলা হবে- সে বিষয়টি এখনো জানি না।
Leave a Reply