মোঃ হুমায়ুন কবির খন্দখার আরব আমিরাতে একজন সফল বাংলাদেশি প্রবীণ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত। তার প্রতিষ্ঠান আল ইয়াপিনী পেইন্টস কন্ট্রাকিং এ কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশির।
মোঃ হুমায়ুন কবির খন্দখার একজন পরোপকারী মানুষ। প্রবাসে আসা নতুন বাংলাদেশিদের তিনি কর্মসংস্থানের পাশাপাশি নানারকম সুযোগ-সুবিধা সহায়তা প্রদান করেন। বিশেষ করে কোন প্রবাসী শ্রমিক মৃত্যুবরণ করলে তার মৃতদেহ দেশে পাঠানোর জন্য সহযোগিতা করে থাকেন। তারই প্রেক্ষিতে সিলেটের ওসমানী নগরের স্থানীয় সাংবাদিক আহমেদ সগীর তার একটি সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকারে মোঃ হুমায়ুন কবির খন্দখার দুবাই কনস্যুলেটের মাধ্যমে যে সমস্ত সেবা এবং সহায়তা করা হচ্ছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জনিয়েছেন। কিন্তু কনস্যুলেটের সেবার মান নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, কনস্যুলেটের কর্মীরা সংখ্যায় অনেক কম এবং যারা আছেন তাদের সেবার মান অত্যন্ত খারাপ। প্রবাসী শ্রমিকদের সাথে প্রায় দুর্বব্যহার করা হয়। পাসপোর্ট নবায়নের জন্য ঘণ্টার পর ঘন্টা রোদে লাইনে দাঁড়িয়ে নগদ টাকা জমা দিতে হয়। অনলাইনে অথবা ব্যাংকে টাকা জমা করার কোন সুবিধা নেই। কনসুলেটের ভিতরে বসার জন্য কোনো সুব্যবস্থা নেই। প্রচন্ড গরমের মধ্যে প্রবাসীরা বাধ্য হয়ে ঘণ্টার পর ঘন্টা বাহিরে বসতে হয়।
কর্মকর্তাগণ শুধু মাত্র একটি টাইপিস্ট দোকানের টাইপকৃত পেপার গ্রহণ করেন। যার জন্য শ্রমিকদের ভোগান্তি ও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। প্রবাসী শ্রমিকগণ মনে করেন কিছু কর্মকর্তা দোকানের সাথে যোগসাজশ করে টাকা হাতিয়ে নিচ্ছেন। মোঃ হুমায়ুন কবির খন্দখার মনে করেন কিছু ছাত্রলীগকে এই সমস্থ জায়গায় বসানো হয়েছে বলে এই দূর্নীতি চলতেছে। তার দাবি প্রবাসীরা মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশে দিচ্ছেন কিন্তু সরকার প্রবাসীদের পরিষেবা গুলো উন্নত করছেন না।
Leave a Reply