বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট চিকিৎসক মজিবুর রহমান খান হীরা (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষী নারায়ন।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন চিকিৎসক মজিবুর রহমান খান হীর। গত দুই সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি করোনার পাশাপাশি ডেঙ্গুজ্বর ও ডায়াবেটিকস রোগে
ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন চিকিৎসক মজিবুর রহমান খান হীরা।
Leave a Reply