কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটা কিপার্স’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাব’র সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্র্স ইউনিটি ও রিপোর্টাস ক্লাব’র সদস্যরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাস্ক ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুর কবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিণ্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।
বক্তারা বলেন, করোনা ভাইরাস’র দ্বীতিয় টেউ মোকাবেলায় সঠিক ভাবে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
Leave a Reply