কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা ও দুই মাথা নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়ছে। শনিবার সকাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সােহেল মৃধার একটি গাভী এমন বাছুর প্রসাব করে। বাছুরটিকে এক নজরে দখতে তার বাড়িতে ভিড় জমান উৎসুক গ্রামবাসী। তবে জন্মের তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। বাচা প্রসব করা গাভীটিরও অবস্থা ভাল না। সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কৃষক সোহেল মৃধা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী শনিবার সকাল বাছুর প্রসব করে। ব্যাতিক্রম ভাবে এটি জন্ম হয়। বাছুরটি সাতটি পা ও দু’টি মাথা ছিল। এছাড়া এটির চারটি কান, দু’টি মুখও ছিল। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। পরে মাটিচাপা দওয়া হয়।
কলাপাড়া উপজলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
Leave a Reply