ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় নওশিন সরকার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্য হয়েছে।
নিহত মেয়েটি তিনকোনা পুকুরপাড় এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেচে। তবে তার পিতার নাম জানা যায়নি।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনই ওই মেয়েটি সকালে রেললাইনের পাশ দিয়ে হাটত। আজ সকালে হাটার সময় মেয়েটির কানে ইয়ারফোন লাগানো ছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেন পেছন থেকে কয়েকবার হ্রণ দিলেও শুনতে না পারায় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মমনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহারুল হক জানান, ঘটনাটি জামালপুর রেলওয়ে পুলিশের আওতাভুক্ত। তবে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যুর খবর পেয়েছি।
Leave a Reply