দান করা অনেক ভালো কাজ, দান করার মাধ্যমে মহৎ গুন প্রকাশ পায়।
যাদের মধ্যে এই গুণ আছে তাদের মনে অন্যের প্রতি দয়ামায়া ও ভালোবাসা আছে …আর এটার প্রমান আমাদের এই কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংঘঠনের ভাই বন্ধুগণ।
প্রতি বারের মতো আমরা আবারও কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংগঠনের পক্ষ থেকে লোকমান মৃধার উদ্যোগে ঝগড়ার চর গ্রামে ( ৪নং ওয়াড ) মৌলভী বাড়ি দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা ( ৯০ ) হাজার টাকার অনুদান দেওয়া হলো।
এই সংগঠনের সভাপতি জনাব আপেল মাহমুদ ( সিঙ্গাপুর প্রবাসী ) মুঠো ফোনে বলেন, আমাদের মুল উদ্দেশ্য হলো অসহায়, এতিমখানা, অসুস্থ ব্যক্তিগন, ঈদের সামগ্রী সহ আরো অনেক কাজে মানুষের পাশে দাঁড়ানো।
সার্বিক সহযোগিতা করেছেন
ফাইজউদ্দিন, জুয়েল শিহাব,আপেল মাহমুদ,আমির,উদ্দিন গাজী,মোহাম্মদ লোকমান মিয়া, মোহাম্মদ তারেক পাশা,লোকমান মৃধা , মুরাদ মিয়া, রোমান খান, রিপন খান, রাহাত খান, ইমরুল হাসান, মোঃ মনোয়ার, মোঃ,জুয়েল বাবলা, এনাম খান, শাহজালাল, জাহাঙ্গীর,আলম হিটলার,মোঃ মিঠুন, মোঃ জাকির, জসিম মিয়া , জিসান,শাহিন মিয়া, সোহান মিয়া, সাইদুজ্জামান রাসেল,অপুর্ব অপু, আরিফ মিয়া, রাকিবুল হাসান,আরফিন তোফাজ্জল,কাইয়ূম মিয়া,আক্তার মিয়া,কামাল মিয়া,মোহাম্মদ শামীম
অনুদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খলিলুর রহমান, প্রবাসী সংঘের সদস্য শাহরুখ খান সবুজ ও আকায়েদ।
Leave a Reply