কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সোমবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত ও মহিপুরের ভাঙ্গন কবলিত এলাকা নিজামপুরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস.এম. রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, পানিউন্নয়ন বোর্ডের কলাপাড়া নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে। স্থায়ী এবং টেঁকসই বেড়িবাঁধ নির্মানের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
Leave a Reply