কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কুয়াকাটায় গার্ডার ব্রিজ নির্মানের আগেই ধ্বসে পড়েছে। দোখাসীপাড়া খালের উপর ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ নির্মিত এ গার্ডার ব্রীজটি রবিববার সকালে ভেঙ্গে যায়। ২০১৯-২০২০ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের (জিওবি’র) অর্থায়নে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় দ্বীপ এন্টারপ্রাইজের নামে পৌরসভার দরপত্রের মাধ্যমে কাজটি চলমান রয়েছে। সেতুর প্রায় ৮০ ভাগ কাজ শেষ পর্যায়ে ছিল। ২৬ জুন ২০২১ এর কাজ শেষ হওয়ার কথা ছিল বলে কুয়াকাটা পৌর সভা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি নির্মাণ কাজের শুরু থেকেই নি¤œমানের নির্মাণ সামগ্রী, সিমেন্ট কম ব্যবহারসহ ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ না করার বিভিন্ন সময়ে স্থানীয়রা প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে অভিযোগ করে আসলেও তারা এতে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো.মিজানুজ্জামান জানান, গত ২১ জুন ২০২১ কুয়াকাটা পৌরসভায় যোগদান করেছেন। সেতুর নির্মাণ কাজের বিষয়ে তার কিছুই জানা নেই। কি কারনে সেতুটি ভেঙ্গে পরেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রকল্প প্রকৌশলী মো.বুজলুর রহমান বলেন, এ ব্রিজটি কাজ ডিজাইন অনুযায়ী চলছিল। কি কারনে ভেঙ্গে গেছে তার আমার জানা নাই। এ বিষয়টি পৌর সভা বলতে পারবে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ কাজ চলমান ছিল। নির্মাণ কাজ শেষ হবার আগেই কেন ভেঙ্গে পড়েছে তা বলতে পারবেন এ প্রকল্পের প্রকৌশলীরা। তাদেরকে এ বিষয়ে জবাব দিহির জন্য বলা হয়েছে।
Leave a Reply