কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “জীবন ও জীবিকায় মহাসাগর” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি এর উদ্যোগে এ দিবসটির আয়োজন করে। এ উপলক্ষে কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন করা হয়। এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক এম এম মিজানুর রহমান, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ ইকোফিস-২ পটুয়াখালী সহকারি গবেষক সাগরিকা স্মৃতি, সহযোগি গবেষক মো.জামাল উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা ক্লাবের যুগ্ন সম্পাদক মো.আল আমিন, সাংবাদিক আনোয়ার হোসেন আনু সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply