1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

সাপ্তাহিক ত্রিশাল বার্তা’র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোখলেছুর রহমান খান

ফাস্টবিডিনিউজ ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

উদ্দাম যৌবনের হাওয়ায় এগিয়ে চলছে ‘ত্রিশাল বার্তা’। বাংলাদেশের অন্যতম জাতীয় সাপ্তাহিক  ও পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ত্রিশাল বার্তা। সাপ্তাহিক ত্রিশাল বার্তা লাখো পাঠকের অন্তর জয় করেছে। দিনপঞ্জির পাতা উল্টে দিন, মাস, বছর করে দু’দশক পার করে চলেছে পত্রিকাটি। ২৫ মে তার জন্মদিন। শুভ জন্মদিন।
সাফল্যের সিঁড়ি বেয়ে দু’দশক পার করে ২৬ বছরে পা দিয়েছে পত্রিকাটি। ‘পাঠকের অন্তরজুড়ে সাপ্তাহিক ত্রিশাল বার্তা ’, কিংবা ‘যা কিছু সুন্দর ও কল্যাণকর তার সঙ্গেই  সাপ্তাহিক ত্রিশাল বার্তা’। সাপ্তাহিক ত্রিশাল বার্তা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পায় না।  ২৫ টি বছর সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে পত্রিকাটি।দেশ তথা এলাকা ভিত্তিক  সংকটময় সময়ে রাখছে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা, নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করে চলছে পত্রিকাটি। যেটি সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবিষয়ক তথা দেশ-জাতির জন্য জনসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ় ভূমিকা পালন করে চলেছে এবং বিশাল এক  পরিবার গড়ে তুলেছে।   ভালো লাগা, ভালোবাসা, সংবাদপত্র পাঠের আনন্দের সবটুকু অংশজুড়ে রয়েছে সাপ্তাহিক ত্রিশাল বার্তা  ।  চলার পথে কারও হাতে সাপ্তাহিক ত্রিশাল বার্তা দেখলেই মনে হয় পরম আপন স্বজন সে জন। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এ  সাপ্তাহিক ত্রিশাল বার্তা ধরে রেখেছে তার জনপ্রিয়তা। আর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার পাঠকসংখ্যা। হতাশার চাদর মোড়ানো থেকেও আমরা আশার আলো দেখতে পছন্দ করি। আমরা অপেক্ষায় আছি প্রতিটি মানুষের পরিমিত অন্নের, সহজলভ্য বস্ত্রের, নিরাপদ বাসস্থানের, সার্বজনীন শিক্ষার, সঠিক চিকিৎসার আর পরিচ্ছন্ন বিনোদনের। এ শুভ সংবাদগুলো সবার আগে পৌঁছে দিক সাপ্তাহিক ত্রিশাল বার্তা , এ প্রত্যাশা লাখ লাখ পাঠকের। একজন সারথি হিসেবে ফাস্টবিডিনিউজের পক্ষ থেকে সাপ্তাহিক ত্রিশাল বার্তাকে   জানাই জন্মদিনের শুভেচ্ছা।


সম্পাদক ও প্রকাশক

ফাস্টবিডিনিউজ ডট নেট

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১২:৩০
  • ৫:০১
  • ৬:৫৮
  • ৮:১৭
  • ৫:৫৮