গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র’র হত্যা মামলার প্রধান আসামী সাকিব আহমেদ রেজাকে শুক্রবার (২৭ নভেম্বর/২০২০) রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দের নেতৃত্বে সিলেট বিভাগের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করেছে।
তাকে শনিবার (২৮ নভেম্বর/২০২০) বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ১৬৪ধারায় জবানবন্দিতে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সাকিব আহমেদ গৌরীপুর উত্তর বাজার এলাকার জুলমান রেজা অলির পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যাকা-ের ময়নাতদন্তের রির্পোট এসে গেছে। দ্রুত সময়ের মধ্যে চার্জশীট দেয়া হবে। এ পর্যন্ত ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো হত্যাকা-ের প্রধান আসামী উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৪০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র মোঃ খায়রুল (৩৫), কামাল হোসেন (৪০) ও শরিয়ত উল্লাহ সুমন (৩০)। মামলার অন্যতম আসামী গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামও বিজ্ঞ উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
গত ১৭ অক্টোবর তাকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ১৯ অক্টোবর দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে।
এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়।
অপরদিকে শুভ্রর হত্যাকা-ের পর ১৮ অক্টোবর দুপুরে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, তার ছোট ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম ও সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলের বাসা-বাড়ি, ব্যক্তিগত গাড়ি ও তাদের আত্মীয়-স্বজনদের বাড়িঘর জ¦ালিয়ে দেয়। ওই রাতে দুবৃত্ত্বরা শুভ্র’র কর্মী রকি দে এর বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনায় গত ২৪ অক্টোবর রাতে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে রকি দে’র বাবা এলবার্ট বাদল। এছাড়াও হত্যাকা-ের মামলায় মেয়র আসামী হওয়ায় গত ২০অক্টোবর গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত জেলা কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply