ময়মনসিংহের গৌরীপুর উপজলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার (২১ ফেব্রæয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষ্যে পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন প্রমুখ। #
গৌরীপুরে মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদদের কবর জিয়ারত
Leave a Reply