গৌরীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ১,৫০০ কার্ডধারীর জন্য বরাদ্দকৃত পণ্য মাত্র ১,২০০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে, আর বাকি ৩০০ কার্ডের পণ্য লুটপাট করা হয়েছে।
জানা গেছে, অনেকেই কার্ড হাতে নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত পণ্য পাননি। স্থানীয়রা বলেন কিছু অসাধু ব্যক্তি গোপনে এই পণ্য আত্মসাৎ করেছে।
এক ভুক্তভোগী বলেন, “আমার কার্ড রয়েছে কিন্তু পণ্য পাইনি। এটা খুবই অন্যায়।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি।
এমন ঘটনায় হতাশ সাধারণ মানুষ স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন এবং টিসিবি পণ্য বিতরণে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
Leave a Reply