ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ছুড়ালী গ্রামে কৃষক সাদ্দাম হোসেনের একটি গাভীর দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব করেছে। বুধবার (২১ অক্টোবর) সকালে এ বাছুরটির জন্ম হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা বাছুরটিকে দেখার জন্য সাদ্দামের বাড়িতে ভিড় করতে থাকে।
সাদ্দাম হোসেন জানান, দুই মাথা বিশিষ্ট বাছুরটির চোখ চারটি ও মুখ দুটি। দু’মুখ দিয়ে তিনি বাছরটিকে দুধ পান করিয়েছেন। বর্তমানে বাছুরটি মোটামুটি সুস্থ আছেন বলে তিনি জানান। #
Leave a Reply