ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবির (নৌকার) পক্ষে সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযাগী সংগঠনের উদ্যোগে এ মিছিলটি স্থানীয় হারুন পার্ক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় হারুন পার্কে এসে শেষ হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় নারী-পুরুষ হাত নাড়িয়ে এ মিছিলকে স্বাগত জানান।
মিছিল শুরুর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হারুনপার্ক ময়দানে সমবেত হন। এতে পৌর শহরে যানজটের সৃষ্টি হয়।
মিছিল শেষে স্থানীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ৩০ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান স্থানীয় নেতৃবৃন্দরা।
Leave a Reply