ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে পৌর আওয়ামীলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষন দাসের সঞ্চালনায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এছাড়া সৈয়দ রফিকুল ইসলামের দলের প্রাথমিক সদস্যপদ বাতিলের সুপারিশ করে জেলা আওয়ামীলীগ বরাবরে চিঠি দেয়া হয়েছে।
এ জরুরি সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল সাংবাদিকদের বলেন, ‘বহিষ্কারের বিয়টি আমি শুনেছি। এখনও কোনো চিঠি পাইনি। তবে দ্রæত পেয়ে যাব।’
উল্লেখ্য ১৭ অক্টোবর রাতে গৌরীপুর মধ্যবাজার এলাকায় মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার দুই দিন পর সোমবার (১৯ অক্টোবর) রাতে নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেন।
Leave a Reply