ময়মনসিংহে গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শুভ্র গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও বিআরডিপি’র চেয়ারম্যান।
শনিবার রাত ১১ টার দিকে উপজেলার মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র তার চেম্বারে বসা ছিলেন। বাসার উদ্দেশ্য যাওয়ার জন্য বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাসুদুর রহমান শুভ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মবসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুভ্র মারা যায়।
কারা এবং কেন শুভ্রকে কুপিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও পুলিশ দোষীদের খুজে বের করার জন্য অভিযান চালাচ্ছে।
Leave a Reply