কিশোরগঞ্জ: জেলায় চোর সন্দেহে মো. সাজু মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের হারুয়া ফিসারি লিঙ্ক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাজু মিয়া (২৯) জেলা শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের হারুয়া ফিসারি লিঙ্ক রোড এলাকার একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ চুরির ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে মো. সাজু মিয়াকে (২৯) ধরে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সাজু মিয়ার ভাই বাদল মিয়ার দাবি, তার ভাইকে হত্যা করা হয়েছে। ভাই হত্যার বিচার দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply