যুবলীগ নেতা সম্রাট ছলে বলে কৌশলে দখল করে নিল মনোয়ার হোসেন নামক ব্যবসায়ীর ১০ তলা ভবন। উল্লেখ্য, গত ২০১৮ সালে ব্যবসায়ী মনোয়ার তার নিজ বসতবাড়ীতে বহুতলা এপার্টমেন্ট বানানোর উদ্যোগ নিলে সম্রাট তার বাড়ীর চুক্তি মদিনা ডেভেলপমেন্ট নামক হাজী সেলিমের নির্মাণ প্রতিষ্ঠানকে দিতে মনোয়ার’কে চাপ দেয়। মনোয়ার এতে রাজি না হয়ে প্রিজম এপার্টমেন্ট এর সাথে চুক্তিবদ্ধ হলে সম্রাট অত্যন্ত ক্ষুব্ধ হন এবং যে কোন মূল্যে সে জায়গাটি দখল করার পায়তারা করতে থাকেন। এরপর শুরু হয় মনোয়ারের উপর ধারাবাহিক আক্রমণ ও চাঁদাবাজী। পুলিশ ও প্রশাসনের ছত্রছায়ায় সম্রাটের চাঁদাবাজী ও অত্যাচারের কোনো বিহিত করতে ব্যর্থ হয়ে এবং মামলা/হামলা কিংবা গুম খুনের ভয়ে ব্যবসায়ী মনোয়ার ২০১৯ সালে স্বপরিবারে বিদেশে চলে যান বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।
সে বছরেরই ডিসেম্বর মাসে সম্রাট ব্যবসায়ী মনোয়ারের পক্ষ থেকে প্রিজম প্রপার্টিজ’কে একটি পাওয়ার অব এটর্নি হস্তান্তর করেন, যাতে মনোয়ারের পক্ষে সমস্ত ক্ষমতা সম্রাটের উপর অর্পিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এই আইনি দলিলের জোরে প্রিজম প্রপার্টিজ ১০ তলা ভবনটি নির্মাণ শুরু করে এবং জানুয়ারী ২০২১ সম্রাটকে মনোয়ারের অংশ বুঝিয়ে দেয়া হয়। মনোয়ারের পক্ষে কথা বলতে গেলে এবং উল্লেখিত আম-মোক্তার নামাটি বৈধ নয় বলে তার বৃদ্ধ শ্বশুর উচবাচ্য করলে তিনিও হামলার শিকার হন। বর্তমানে প্রাণ ভয়ে তিনিও পলাতক আছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
দূর্নীতির টাকায় কোটিপতি সম্রাট দখল করে নিল ব্যবসায়ীর স্বপ্ন। তাদের বিরুদ্ধে কথা বলার কি কেউ নেই?
Leave a Reply