ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে জাল টাকার ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার জাল টাকা জব্দ করা হয়। এর মধ্যে ১৩০ টি এক হাজার টাকার নোট ও ৪০ টি ৫০০ টাকার নোট।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রুবেল (২৫), মো. ইউনুছ আলীর ছেলে মো. আবু সাঈদ (২৫), ইউসুফ আলীর ছেলে মো. শাহীন ওরফে শাহিদ (২৫), খায়রুল ইসলামের ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে ইসাহাক (২২)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় জেলার ফুলবাড়ীয়া উপজেলার লাহেরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত জাল নোটের ব্যবসা করে আসছে। সম্প্রতি এক লক্ষ ৫০ হাজার টাকার জার নোট বাজারে ছাড়তে এনেছে, এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply