স্টাফ রিপোর্টার:
বিভিন্ন সময়ে চুরি হওয়া ও হারানো ৪৪ টি মোবাইল ফোন ও ভুলক্রমে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া নগদ ১ লাখ ২৬ হাজার ১৮৬ টাকা ও ১৪ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন
যশোর সাইবার ইনভেস্টিগেশনের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, যশোর পুলিশ বিভাগের এই সেলটি দীর্ঘদিন ধরে গ্রাহকের চুরি ও হারানো মোবাইল ফোন উদ্ধার ও ভুলক্রমে অণ্যের বিকাশে টাকা ঢুকে যাওয়া টাকা উদ্ধার করা ও বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া হ্যাক করে সেগুলোতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতরণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবত যশোরে বিভিন্ন সময়ে গ্রাহকের চুরি হওয়া ও হারানো ৪৪ টি মোবাইল ফোন প্রযুক্তির সাহায্যে শনাক্ত ও উদ্ধার করা হয়। ভুলক্রমে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া নগদ ১ লাখ ২৬ হাজার ১৮৬ টাকা ও ১৪ টি হ্যাক হওয়া ফেসবুক আইডিও পুনরুদ্ধার করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
তিনি আরো জানান, সাইবার স্পেসে যদি কোন নারী প্রতরণা বা হয়রানির শিকার হন তবে আমাদের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।
আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়ায় সংগঠিত অপরাধের আইনি সহায়তা প্রদান ও এটি ব্যবহারে সর্বসাধারণকে আরো বেশি সচেতন করা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ।
Leave a Reply