ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই ওই এলাকার খাদেমুল ইসলামের মেয়ে রোজা মনি (২) ও রুবেল মিয়ার আড়াই বছরের মেয়ে রাইসা মনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, বেলা ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশে এক সাথে খেলাধুলা করছিল৷ হঠাৎ বাড়ির টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে বদনা পরে থাকতে দেখে তুলতে যায়। এসময় দু’জনই ওই গর্তে পরে যায়। নিহত শিশু রোজার বাবা একজনকে পানিতে ভাঁসতে দেখে তুলতে গেলে দু’জনকেই গর্তের পানিতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ শিশুর স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এখনো ঘটনাস্থলেই আছি। তবে, এখনো কোন অভিযোগ পাইনি।
Leave a Reply