নাটোর প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ নাটোর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। শুক্রবার সকালে নাটোর শহরের সাহারা প্লাজার কনফারেন্স রুমে এ সংগঠনের নাম,কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাবেক ঢাবি ছাত্র ও বড়াইগ্রাম সরকারী কলেজের অধ্যাপক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকাস্থ নাটোর ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হক খোকন। আরোও বক্তব্য রাখেন, সাবেক ঢাবি ছাত্র ও নাটোরে কর্মরত সরকারী কর্মকর্তা, বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল কলেজের শিক্ষক, ব্যাংকার ও সাবেক ঢাকাস্থ নাটোর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক গণ। আলোচনা শেষে সম্ভাব্য আগামী ঈদ উল আযহার তৃতীয় দিনে নাটোরে সাবেক ঢাবি শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করার কথা বলা হয়।
Leave a Reply