1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

ত্রিপুরা উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট রেমা-কালেঙ্গার গাইরিংপাড়া, চাখুইপাড়া, ছনপাড়া, দেবরাপাড়া ও জাম্বরিাপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত, দুস্থ অসহায় ১৩৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণসহ ৪টি ছাগল বিতরণ করেছে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ। এতে সহযোগিতা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ঢাকা মহানগর শাখা ও করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই নামক সামাজিক সংগঠন।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রেমা-কালেঙ্গা অভায়রণ্যের  গাইরিংপাড়া  এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ঝনক দেববর্মা।
সুমন দেব বর্মার পরিচালনায় বক্তব্য রাখেন, বিজিবির সুবেদার মকবুল,  কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক নিরঞ্জন দেব বর্মা, করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই সংগঠনের প্রীতম প্রমুখ।
পরে অতিথিরা রেমা-কালেঙ্গার গাইরিংপাড়া, চাখুইপাড়া, ছনপাড়া, দেবরাপাড়া ও জাম্বরিাপাড়ার পাহাড়ি এলকার করোনায় ক্ষতিগ্রস্ত ১৩৫টি আদিবাসী পরিবারের মাঝে চাল, ডাল, আলো, লবন, তেল, পেয়াজ ও ৪টি ছাগল বিতরণ করা হয়।
সভায় ত্রিপুরা উন্নয়ন পলিষদ নেতারা অবহেলিত ও পাহাড়ী এলাকার এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সংকট নিয়ে নানা পরিকল্পনার কথা জানান। তারা এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন এবং সরকারের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, পাহাড়ী এসব মানুষ চিরকালই অবহেলিত। কিন্তু বর্তমান সরকার তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের ঘরবাড়ি উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রকল্প হাতে নিয়েছে। আমরা দাবী করছি এসব উন্নয়নের সুফল যেন এই পাহাড়ী ক্ষদ্র জাতীগোষ্ঠীরা পায়। তারা বলেন, এখানে বিদ্যুৎ নেই, অথচ বনবিভাগ বিদ্যুৎ ব্যবহার করছে। তারা বনে বিদ্যুৎ লাইন নেওয়া যাবেনা বলে আমাদের বঞ্চিত করছেন। আমাদের শিক্ষার কোন ব্যবস্থা নেই, স্বাস্থ্য ও রাস্তাঘাটের কোন উন্নয়ন নেই। আমাদের কেউ অসুস্থ্য হলে চুনারুঘাট নিতে পারিনা। রাস্তায়ই তারা মারা যায়। তিনি এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর আড়াইশ পরিবারে শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রকল্প এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:২৯
  • ৫:০১
  • ৭:০৩
  • ৮:২৩
  • ৫:৫১