নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ভিতরে রাখা জুতা রাখার বাক্স থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ পৌর এলাকার আনমুনু গ্রামের জনৈক এক মহিলার কাছে শিশুটিকে হেফাজতে রেখেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নবজাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বাক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ, বিজয়সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা শেষে শিশুটিকে স্থানীয় জনৈক এক মহিলার অধীনে রাখা হয়েছে।
Leave a Reply