নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন রতœা আহমেদ এমপি। বৃহষ্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নাটোর জেলা শাখার আয়োজনে উপজেলার পাটুল পশ্চিমপাড় এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরল করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন (নাটোর-নঁওগা) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ বিউটি খাতুনসহ স্থানীয় নেতা-কর্মীরা। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ২কেজি চাল, আধা কেজি চিনি, ১প্যাক সেমাই, আধা কেজি দুধ, ১পিস সাবান, চাউল ৪কেজি, আধাকেজি মশুর ডাল এবং আধা কেজি সয়াবিন তেল ।
নাটোরে অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
নাটোর প্রতিনিধি
নাটোরে করোনা দুর্গত ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে তিনশ’ পরিবারের মাঝে ওই মানবিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে করোনা দুর্গত ও অসচ্ছল ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। এসময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।
Leave a Reply