ভুক্তভোগী নারী জানান, তিনি ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি তাকে এক ঘণ্টার বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে। হামলাকারীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে জিজ্ঞেস করে, কেন তিনি তাদের বিরুদ্ধে করা মামলা এখনো প্রত্যাহার করেননি, যদিও তাদের এক শীর্ষ নেতার পক্ষ থেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই নারী আরও জানান, তার পরিবারের সদস্যরা বারবার স্থানীয় থানায় ফোন করে পুলিশের সহযোগিতা চাইলেও কোনো পুলিশ তাদের সাহায্যে এগিয়ে আসেনি।
ভুক্তভোগী অভিযোগ করেন, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা প্রকাশ্যে তাকে হুমকি দেয়—যদি তিনি তার মেয়ের বিয়ে আল আমিনের সঙ্গে না দেন, তবে পরিণাম হবে ভয়াবহ। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয় ।
এর আগে, গত ৫ জানুয়ারি ছাত্রলীগ নেতা সৌরভ ফোন করে তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। সৌরভ হুমকি দিয়ে বলেন, এই মামলার কারণে তাদের বদনাম হচ্ছে। দ্রুত মামলা তুলে না নিলে ফল ভালো হবে না। তিনি দাবি করেন, প্রশাসন তাদের নির্দেশেই চলে এবং পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না।
হামলার পর থেকে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
Leave a Reply