ময়মনসিংহ প্রতিনিধিঃ
ভোলা জেলার লালমোহন উপজেলায় নিজ বাড়ি থেকে রওশনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
রওশনা বেগম উপজেলার কালমা গ্রামের নুরুল হক মেলকার’র মেয়ে।
বুহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে ওই নারী নিখোঁজ হয়।
নিখোঁজ নারীর ছোট ভাই মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় রওশনা বেগম হঠাৎ নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গা এমনকি আত্মীয় স্বজনের বাড়িতেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
তিনি বলেন, কেউ যদি রওশনা বেগমকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন। তবে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিনীত ভাবে অনুরোধ করেন তিনি। এ বিষয়ে লাল মোহন থানা, ভোলা অফিস ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোবাইল-
01726107898
01716-377151
Leave a Reply